গাইবান্ধা প্রতিনিধিঃ আর কয়েক দিন পরেই কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আযহা। কোরবানি যাদের জন্য ফরজ তারা তাদের সাধ্য মতো কোরবানি দিবেন। কোরবানির পশুর চামড়া আর গোশত কাটাকাটি করতে প্রয়োজন দা, বটি, ছুড়িসহ কিছু ধারালো জিনিস। এসব কাজ করার জন্য কিছু ধারালো জিনিসের প্রয়োজন বলে মানুষ গরু ছাগল কেনার পাশাপাশি দা, ছুরি, চাপাতি, বটি ইত্যাদি সরঞ্জামো কিনছেন মনোযোগ সহকারে। এসব জিনিস তৈরিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরসহ আশ পাশের কামার শিল্পীরা।
সদর উপজেলার দারিয়াপুরসহ আশ পাশের এলাকা রূপার বাজার, তালতোলা, কাউন্সিলের বাজার, কালির বাজার, কামারজানি, প্রধানের বাজার, কাবিলের বাজার, ফকিরের বাজার, বেড়াডাঙ্গা, লক্ষ্মীপুরসহ বিভিন্ন হাটবাজারগুলোতে গিয়েদেখা গেছে কামার শিল্পীরা দা, বটি, ছুড়িসহ ধারালো অস্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।
এ পেশার সাথে জরিত বিপুল চন্দ্র রায় ও ভুট্টু রবিদাসের সাথে কথা বলে জানাযায়, বছরের অন্যান্য সময় তেমন একটা কাজের চাপ থাকে না। তাই কোরবানির ঈদে একটু চাপ বেশি থাকে। আর এই চাপে জিনিস পত্রও বেচা বিক্রি ভালো হয়। এতে লাভও হয় বেশি। আর এই লাভ দিয়েই বছরের বাকি সময়গুলো বেশ ভালো চলে।