
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রধানমন্ত্রীর অনুমতি পেলেই মন্ত্রীসভা থেকে পদত্যাগ করবে জাতীয় পার্টি। বিরোধী দল হওয়া সত্ত্বেও মন্ত্রিসভায় জাতীয় পার্টির নেতাদের অবস্থানকে ‘লজ্জাজনক’।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক পরিস্থিতির বিভিন্ন দিক উল্লেখ করে সরকারের সমালোচনা করেন এরশাদ।
এ সময এক সাংবাদিকরা মন্ত্রিসভায় থেকে জাতীয় পার্টির নেতারা কবে নাগাদ পদত্যাগ করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমরাই বিরোধী দল। যদিও আমরা সরকারে আছি, আমাদের তিনজন মন্ত্রী ক্ষমতায় আছে এটা আমাদের জন্য লজ্জার ব্যাপার। আশা করি এই লজ্জার হাত থেকে একদিন আমরা মুক্তি পাব।’
বর্তমান মন্ত্রীসভায় জাতীয় পার্টির সভাপতিমন্ডলীর তিনজন সদস্য রয়েছেন। এরা হলেন আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু এবং মসিউর রহমান রাঙ্গাঁ।