1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৩ জানুয়ারী ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট,যুবকের ৩ মাসের কারাদণ্ড দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় পলাশবাড়ীতে স্বেচ্ছা স্বেবকদলের উদ্যোগে দো’আ মাহফিল গাইবান্ধায় মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন : ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল গাইবান্ধায় গাছ কাটা দেখতে গিয়ে গাছের নিচে দুই বোনের মর্মান্তক মৃত্যু গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত মতপার্থক্য থাকুক, বন্ধ না হোক সংলাপ: রাজনীতিতে আশার বার্তা পলাশবাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ১০ পেয়ারা বাগানের সাথে শত্রুতা অজ্ঞাত দুর্বৃত্ত কর্তৃক পলাশবাড়ীতে পেয়ারা গাছ ভাঙচুর : ব্যাপক ক্ষতি মাদকবাহী নৌকায় হামলায় নিহত ৮ ২০২৫ সালে বিশ্বব্যাপী ১২৮ সাংবাদিক নিহত : আইএফজে

নড়াইলবাসীর স্বপ্নের চিত্রা সেতু

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

জেলার পুরাতন ফেরিঘাটে নির্মিত চিত্রা সেতু যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সেতুটিকে কেউ কেউ নড়াইলবাসীর স্বপ্নের সেতু হিসেবে অভিহিত করেছে। সেতুটি নির্মাণের ফলে নড়াইল জেলা সদর থেকে লোহাগড়া, কালিয়া, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা ও যশোরের সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজতর হয়েছে। এ সেতু নির্মাণের আগে নড়াইল থেকে রুপগঞ্জ, ভিক্টোরিয়া কলেজমোড়, ধোপাখোলা, আউড়িয়া ঘুরে লোহাগড়া, কালিয়াসহ অন্যান্য জায়গায় যেতে হতো। ৭ থেকে ৮ কিলোমিটার আঁকাবাকা পথ পাড়ি দিতে আধাঘন্টা থেকে এক ঘন্টা সময় বেশি লাগতো। প্রশাসনের লোকজনসহ সাধারন মানুষের জরুরি কাজকর্মে মারাত্মক বিঘœ ঘটতো। দূর-দূরান্ত থেকে আ্যম্বুলেন্সে বা অন্যান্য যানবাহনে নড়াইল সদর হাসপাতাল বা বেসরকারি ক্লিনিকে জরুরি রোগী আনার ক্ষেত্রে জীবন বিপন্নের আশঙ্কা দেখা দিতো।গত সাড়ে ৪ মাস আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে এ সেতুটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়ায় সহজ ও নিরাপদে সকল শে্িরণ ও পেশার মানুষ জেলা সদর থেকে বিভিন্ন জায়গায় যাতায়াতের সুযোগ পাচ্ছেন।
নির্ধারিত সময়ের প্রায় এক মাস আগেই এ সেতুর নির্মাণ কাজ শেষ করে যানবাহন ও জনসাধারনের চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে বলে জানান স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর,নড়াইলের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু ছায়েদ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, নড়াইল শহরের সাবেক ফেরিঘাট এলাকায় ২৯ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে ১৪০ মিটার দীর্ঘ এ সেতুটি নির্মিত হয়েছে। এ সেতুর দু’পাশে ২৩৭ দশমিক ৫০ মিটার দৈর্ঘ্যের ফ্লাইওভারের মতো দেখতে ভায়াডাক্ট নির্মিত হয়েছে। সেতুটির প্রস্থ ৫ দশমিক ৪৬ মিটার বা ১৮ ফুট। পানির স্তর থেকে সেতুর উচ্চতা ৭ মিটার। দুই পাশে অ্যাপ্রোচ সড়ক আছে ৪৩১ মিটার।
নড়াইল এলজিইডির উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, ২০১৫ সালের ৩০ এপ্রিল সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং নির্ধারিত সময়ের এক মাস আগে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। বাস, ট্রাক, কার, মাইক্রোবাসসহ সব ধরণের যানবাহন চলাচলের উপযোগী করে এ সেতুটি নির্মাণ করা হয়েছে এবং কোনো প্রকার টোল ছাড়াই এ সেতু দিয়ে যানবাহন চলাচল করছে বলে তিনি জানান।
নড়াইল জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট আব্দুস ছালাম খান বলেন,পুরাতন ফেরিঘাটে চিত্রা সেতু চালুর ফলে জেলা শহরের সাথে গ্রামাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সহজ হয়েছে।এ সেতু চালুর আগে লোহাগড়া ও কালিয়ায় যেতে ৭ থেকে ৮ কিলোমিটার সড়ক বেশি পাড়ি দিতে হতো।এতে অতিরিক্ত ব্যয়সহ সময়ের অপচয় হতো। এখন অফিসগামী লোকজনসহ স্কুল, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারছেন। কৃষিপণ্যসহ সবজি পরিবহনও সহজতর হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শেখ রাসেলের নামে সেতুটির নামকরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলেও পরবর্তীতে আনুষ্ঠানিক ভাবে এটি উদ্বোধন করা হবে।
এলজিইডি সূত্রে আরো জানা যায়, ২০০৯-১০ অর্থ বছরে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া-নলদী সড়কে ৪৮লাখ ১০হাজার টাকা ব্যয়ে ১৮মিটার দৈর্য্যরে ৪টি কালভার্ট,২০১২-১৩ অর্থ বছরে শিয়রবর-মিঠাপুর সড়কে ২৯লাখ ৭৮ হাজার টাকা ব্যয়ে ৮মিটার দৈর্য্যরে ২টি কালভার্ট, ২০১৩-১৪ অর্থ বছরে সদর উপজেলার শাহাবাদ-হবখালী সড়কে ২ কোটি টাকা ব্যয়ে ৩৬মিটার দৈর্য্যরে ১টি সেতু, ২০১৫-১৬ অর্থ বছরে সদর উপজেলার গাবতলা-মাইজপাড়া সড়কে ৬ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ৯০মিটার দৈর্য্যরে ১টি সেতু, ২০১৬-১৭ অর্থবছরে সদর উপজেলার তুলারামপুর-শেখহাটি সড়কে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ২০মিটার দৈর্য্যরে ১টি সেতু নির্মিত হয়েছে।এছাড়া লোহাগড়া উপজেলার এড়েন্দা-মানিকগঞ্জ বাজার সড়কে ১০ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ১৭৫ মিটার দৈর্য্যরে ১টি সেতু নির্মাণাধীন রয়েছে।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft