রাশিয়া নিউজিল্যান্ডের সঙ্গে সম্পর্ক উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গেরী ব্রাউনীর সঙ্গে বৈঠকের পর রুশ পররাষ্ট্রমন্ত্রী সারগেই লাভরভ একথা জানান। খবর তাসের।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সোমবার নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গেরী ব্রাউনীকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি আমাদের পারস্পারিক সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখতে চাই।’
চলতি বছরের এপ্রিলে নিয়োগপ্রাপ্ত নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী গেরী ব্রাউনীর সঙ্গে এটাই রুশ পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক।
সারগেই লাভরভ আসিয়ান ইভেন্টে অংশগ্রহণ করতে রোববার ফিলিপিনে পোঁছেন। এ পর্যন্ত তিনি তুরস্ক, চীন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সূত্রঃ বাসস