আন্তর্জাতিক ডেস্ক:
এক হিজাবিসহ প্রভাববিস্তারকারী ছয় সাহসী নারীকে নিয়ে ‘নাইকি এয়ার এমএক্স-৯৭’ তার ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে।
সোমালিয়ার বংশোদ্ভূত আমেরিকান মডেল হালিমা অ্যাডেন ‘মুভমেন্ট ৯৭’ শিরোনামের প্রচারাভিযানে অংশ নেন। এতে প্রতিটি ব্যক্তিকে তার অভিব্যক্তির একটি ভিন্ন ধরন প্রদর্শন করতে দেখা গেছে।
হালিমা বলেন, ‘উন্নতির জন্য জায়গা সবসময়ই রয়েছে। আমার জীবন দর্শন হল-যদি আমি গতকাল ভাল করেই থাকি, তবে আজকে আরো ভালো করতে পারি। এমনকি এই জুতাগুলোর ক্ষেত্রেও নাইকি কেবল তার বর্তমানের গ্রাহকদের নিয়ে চিন্তা করে না, তারা এখন থেকে ১০, ২০ কিংবা ৬০ বছর পরের গ্রাহকদের বিষয়টি মাথায় রাখছে।’
প্রচারাভিযানে অংশ নেয়াদের সবারই জন্ম ১৯৯৭ সালে। বাকি পাঁচ মডেল হলেন- ফেয়ে ওয়েবস্টার, ব্রায়ান্ট লুই, আনাজাহ হ্যামিলটন, লুসিয়া সান্টিনা রিবিসি এবং লরেন টিফার।
এই প্রচারাভিযানের তিনটি কেন্দ্রীয় থিম প্রকাশ করা হয়েছে।
‘আপনি যা দেখেন তা হল আপনি নতুন করে আবিষ্কার করেছেন’, ‘আইকনিক নকশা যখন সীমাহীন বিবর্তনকে অনুপ্রাণিত করে’ এবং ‘অগ্রগামী ফ্যাশন বিপ্লবের আকাঙ্খাকে পূরণ করে’।
১৯ বছর বয়সী আমেরিকান মডেল হালিমা তার দৈনন্দিন জীবনে এই তিনটি থিমকে অনুসরণ করে থাকেন বলে জানান।
কে এই হালিমা অ্যাডেন?
চলতি বছরের শুরুতে নিউইয়র্ক ফ্যাশন সপ্তাহ উপলক্ষে রানওয়েতে হাঁটার পর হালিমা অ্যাডেন আন্তর্জাতিক পরিচিতি পান। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের পোশাকের প্রতিটির সঙ্গে হিজাব পরে তিনি সবার নজরে আসেন।
তিনি ‘মিস আমেরিকান বিউটি’ প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এছাড়াও, বিশ্বের শীর্ষ মডেলিং সংস্থা ‘আইএমজি’র প্রথম হিজাব পরিহিত মডেল হিসেবে নাম লেখিয়েছেন তিনি।
গত জুন মাসে ১৯ বছর বয়সী এই মডেল ‘ভয়েজ অ্যারাবিয়া’র কভার পেজে প্রথম হিজাবি হিসেবে স্থান পান; যেটি গত রমজান মাসে প্রকাশিত হয়েছিল।
এছাড়াও, জুলাই মাসে ‘আমেরিকার ঈগলে’র গ্রীষ্মকালীন প্রচারাভিযানে অংশ নেন। ওই প্রচারাভিযানে স্লোগান ছিল ‘আমি পারি’।
সূত্র: স্টেপফিড ডটকম