
পুলিশ মহাপরিদর্শক শহীদুল হক বলেছেন, প্রত্যন্ত এলাকাসহ দেশের প্রতিটি ঈদ জামাতে নিরাপত্তা দেয়া হবে। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। কোন অসতর্কতা থাকবে না। জঙ্গিদের খুঁজে বের করতে পুলিশ সব সময় তৎপর রয়েছে। জনগণ হলো পুলিশের চোখ,তাই জনগনকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এবারের ঈদে পশুবাহী ট্রাকগুলোতে কোন চাঁদাবাজির অভিযোগ নেই। কোথাও ট্রাক দাঁড় করিয়ে হয়রানির করাও হচ্ছে না। নিরাপত্তার মাধ্যমে এবার জনগন ঈদ উদযাপন করতে পারবে।
এসময় পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামান, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুর রহমান, কুমিল্লা জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার পরিতোষ ঘোষসহ কুমিল্লা জেলার পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।