
‘দেশবিরোধী চক্রান্তে’ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যুক্ত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠীর এক আলোচনা সভা ও স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘খালেদা জিয়া লন্ডনে গিয়ে শপিংয়ে আর জঙ্গিদের সঙ্গে বৈঠকে ব্যস্ত। বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র-চক্রান্ত করছেন তিনি। আর এই ষড়যন্ত্র-চক্রান্তের সঙ্গে প্রধান বিচারপতিও যুক্ত হয়েছেন।’
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করে সাবেক এই মন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির বক্তব্য নিয়ে বিএনপি অপপ্রচার ও উদ্দেশ্যমূলক বক্তব্য দিচ্ছে। তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে যাচ্ছে।’