1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ০৩:০৭ অপরাহ্ন
১লা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে দুলুর রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া মাহফিল গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের প্রচারণায় লিফলেট বিতরণ গাইবান্ধায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ সাংবাদিক রিকতু প্রসাদের মায়ের পরলোকগমন : শোক ও সমবেদনা ঢাকার সোহরাওয়ার্দীতে আন্তর্জাতিক খতমে নবুওয়ত সম্মেলন: কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে উত্তাল সমাবেশ আমদানির সংবাদে দিনাজপুরে পেঁয়াজের দাম কমেছে ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ ঢাকায় নৃশংস হত্যাকাণ্ড: বদরগঞ্জে আশরাফুলের জানাজায় হাজারো মানুষের ঢল পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই সুষ্ঠ নির‌পেক্ষ নির্বাচন:এরশাদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ২৬ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অ‌ধীনে নির্বাচন চাই না।‌ কোনো তত্ত্বাবধায়ক সরকার আমা‌দের ওপর সু‌বিচার ক‌রে‌নি। তত্ত্বাবধায়ক নয়, আমরা চাই সুষ্ঠ নির‌পেক্ষ নির্বাচন। গ্রহণ‌যোগ্য নির্বাচন হ‌লে আমরাই ক্ষমতায় যাব।’

বৃহস্প‌তিবার দুপু‌রে গুলশা‌নের ইমানু‌য়েলস কন‌ভেনশন সেন্টা‌রে এক যোগদান অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন।

এর আগে প‌রিবার নিয়ে এরশা‌দ ও রওশন এরশা‌দের হা‌তে ফু‌লের তোড়া ‌দি‌য়ে আনুষ্ঠা‌নিকভা‌বে জাতীয় পা‌র্টি‌তে যোগ দেন প্রাক্তন স‌চিব এম নিয়াজ উ‌দ্দিন মিয়া। ১৯৯০ সা‌লের পর এই প্রথম প‌রিবার নি‌য়ে একজন প্রাক্তন স‌চিব জাপায় যোগ ‌দিলেন।

যোগদানকা‌রী নিয়াজ উ‌দ্দিন‌কে স্বাগত জা‌নি‌য়ে এরশাদ ব‌লেন, আজ‌কে আমা‌দের জন্য বি‌শেষ দিন। প‌রিবার নি‌য়ে একজন প্রাক্তন স‌চিব যোগদান করলেন। তার এই যোগদান জাতীয় পা‌র্টি‌কে শক্তিশালী ক‌রে‌ছে। তা‌কে স্বাগত জানাই। কিন্তু তি‌নি কেন এই দ‌লে যোগদান ক‌রে‌ছেন, নিশ্চয়ই তার ম‌ধ্যেও ভাবনা এ‌সে‌ছে জাতীয় পা‌র্টির ভ‌বিষ্যত আ‌ছে। দ‌লের জন্য সাম‌নে সু‌দিন, এই দল মানুষের কথা ব‌লে, তাই উ‌নি আমা‌দের দ‌লে যোগদান ক‌রে‌ছেন। ’

প্রাক্তন এই রাষ্ট্রপ‌তি ব‌লেন, ‘মানুষ মুক্তির পথ খুঁজ‌ছে, মানুষ শা‌ন্তি চাই, প‌রিবর্তন চাই। জাতীয় পা‌র্টিই পা‌রে মানুষ‌কে মু‌ক্তি দি‌তে।’ বন্যা প‌রি‌স্থি‌তিসহ দেশের সা‌র্বিক প‌রি‌স্থি‌তির জন্য সরকা‌রের সমা‌লোচনা ক‌রেন এরশাদ।

নেতা-কর্মী‌দের উ‌দ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, ‘দল‌কে শ‌ক্তিশালী করুন, দল শ‌ক্তিশালী হ‌লে আমরাই ক্ষমতা যাব। আমরাই মানুষের শা‌ন্তি ফি‌রি‌য়ে দেব।’

বি‌রোধী দ‌লের নেতা রওশন এরশাদ যোগদানকা‌রীদের স্বাগত জা‌নি‌য়ে ব‌লেন, ‘জাতীয় পা‌র্টির শাসনাম‌লের সোনালী ফসল সকল মানুষ‌কে এ দ‌লে আকৃষ্ট কর‌ছে। প্রাক্তন স‌চি‌বের যোগদান তারই ধারাবাহিকতা। আ‌রো নানান মানুষ আস‌বে। তা‌দের সবাই‌কে নি‌য়ে দল‌কে শক্তিশালী কর‌তে হ‌বে। তি‌নি নেতা-কর্মী‌দের এরশা‌দের উন্নয়ন কর্মকাণ্ড নি‌য়ে জনগ‌ণের কা‌ছে যাওয়ার আহ্বান জানান।

জাপার প্রে‌সি‌ডিয়াম সদস্য ও মহানগর উত্তর সভাপ‌তি এস এম ফয়সল চিশ‌তির সভাপ‌তি‌ত্বে অনুষ্টা‌নে বক্তব্য রা‌খেন দ‌লের জ্যেষ্ঠ কো চেয়ারম্যান রওশন এরশাদ এম‌পি, কো চেয়ারম্যান জি এম কা‌দের, দ‌লের মহাস‌চিব এ‌বি এম রুহুল আমিন হাওলাদার এম‌পি, প্রে‌সি‌ডিয়াম সদস্য আজম খান, ভাইস চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া প্রমুখ।

জাপা মহাস‌চিব এ‌বি এম রুহুল আমিন হাওলাদার এম‌পি ব‌লেন, ‘পল্লীবন্ধুর ম‌তে সং‌বিধান সম্মত জাতীয় নির্বাচনই চায় জাতীয় পা‌র্টি। গ্রহণ‌যোগ্য নির্বাচ‌ন হ‌লে আমরা পা‌র্টির চেয়ারম্যা‌নের নেতৃ‌ত্বে ইনশাআল্লাহ আগামী‌তে ক্ষমতায় যাব।’

তি‌নি জাপার গুরত্ব তু‌লে ধ‌রে ব‌লেন, আওয়ামী লীগ ও বিএন‌পির কা‌ছে কেউ তো যোগ দি‌তে যা‌চ্ছেন না, কারণ কী? কারণ হ‌লো একমাত্র পা‌র্টির চেয়ারম্যা‌ন আধুনিক বাংলা‌দেশ জা‌তি‌কে উপহার দি‌তে পা‌রেন, তি‌নিই এ‌দে‌শে শা‌ন্তি ফি‌রি‌য়ে আন‌তে পারেন।’

জাপায় নবাগত প্রাক্তন স্বাস্থ্যস‌চিব নিয়াজ উ‌দ্দিন মিয়া ব‌লেন, ‘এরশাদের প্রশাস‌নিক সংস্কার ও উন্নয়ন কর্মকাণ্ডর কথা এখনও মানুষ স্মরণ ক‌রেন। প্রশাসন ও উন্নয়ন‌কে তি‌নি জনগ‌ণের দোর‌গোড়ায় নি‌য়ে গে‌ছেন। আর এ কার‌ণে বাংলার মানুষ তা‌কে পল্লীবন্ধু ডা‌কেন।’

তিনি আরো ব‌লেন, ‘দে‌শের জন্য, মানু‌ষের সেবার জন্য আ‌মি রাজনী‌তি‌তে যোগ দি‌য়েছি। সবার সহ‌যো‌গিতা চাই। আমরা সবাই মি‌লে জাতীয় পা‌র্টি‌কে এক নম্বর পা‌র্টি‌তে প‌রিণত করব।’

অনুষ্ঠা‌নে আরো উপস্থিত ছি‌লেন জাপার প্রে‌সি‌ডিয়াম সদস্য অধ্যাপক দে‌লোয়ার হো‌সেন, নবাগত প্রাক্তণ স্বাস্থ্য স‌চিবের স্ত্রী নুরজাহান নিয়াজ, দুই মে‌য়ে নুসরাত জাহান, নাফয়া‌তুজ সাব‌রিন ও ছে‌লে ব্যা‌রিস্টার নাজমুল হাসান, জাপার প্রে‌সি‌ডিয়াম সদস্য আবুল কা‌সেম, হা‌ফিজ উ‌দ্দিন আহম্মেদ, মেজর অব, খা‌লেদ আখতার, উপ‌দেষ্টা কা‌জী মামুন, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম ওমর এম‌পি, নুরুল ইসলাম নুরু, সোলতান মাহমুদ, এম এ রাজ্জাক খান, গাজীপু‌রের সাংগঠ‌নিক সম্পাদক হারুন অর রশীদ প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft