
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় কেন্দ্র করে কেউ যদি মনে করেন, আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, তবে তারা ভুল স্বর্গে আছেন। কারণ এ ইস্যুতে কেউ হাত দিলে তার হাত পুড়ে যাবে।
রবিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মদ আল দেহাইমির সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সংসদকে নয়, সংসদীয় ব্যবস্থাকে অপরিপক্ক বলেছেন প্রধান বিচারপতি, তিনিই অপ্রাসঙ্গিক বিষয় বাদ দিতে পারেন।
তোফায়েল বলেন, ‘মওদুদ আহমেদ ও ফখরুল ইসলামদের যদি লজ্জা থাকত, তাহলে তারা বিএনপি করতেন না। কারণ ষোড়শ সংশোধনীর পর্যবেক্ষণের ৩২৩ পৃষ্ঠায় বলা হয়েছে অবৈধ জিয়াউর রহমানের সরকার প্রথম সংবিধানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অন্তর্ভুক্ত করেছিলেন।