1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২২ অপরাহ্ন
১৩ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় শারদীয় দূর্গাপূজা-উপলক্ষে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ‎দুর্গাপূজায় ৮ দিন বন্ধ থাকবে বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানি ‎পাটগ্রাম সীমান্তে বাংলাদেশীকে মারপিট করে গরু নিয়ে গেল বিএসএফ পলাশবাড়ীতে একই ব্যক্তির মালিকানাধীন দুটি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ‎“সংস্কার ও হত্যার বিচার নিশ্চিতের পর নির্বাচন হওয়া উচিত”—-মাওলানা মমতাজ ‎লালমনিরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনের চার শতাধিক শিক্ষার্থীর ছাত্রদলে যোগদান পীরগঞ্জে শারদীয় দুর্গোৎসবের আমেজ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ গোবিন্দগঞ্জে পাওয়ার ট্রলির ধাক্কায় প্রতিবন্ধী মহিলা নিহত পলাশবাড়ীতে ১টি কিনিক এবং ২টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

টেলিফোন কল নিয়ে ট্রাম্পের দাবি মিথ্যা, হোয়াইট হাউজের স্বীকারোক্তি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭
  • ২৭ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

বয় স্কাউটের সম্মেলনে ট্রাম্প সবচেয়ে ভাল বক্তৃতা দিয়েছেন বলে সংগঠনটির প্রধান একটি ফোন কলের মাধ্যমে তার প্রশংসা করেছেন-এমন দাবি করছেন ট্রাম্প। সত্যি সত্যিই কি ট্রাম্পকে এমন ফোন কল দেয়া হয়েছিল?

সীমান্তে তার কঠোর দমন প্রচেষ্টা দারুন সফলতা নিয়ে এসেছে- এমন সাফল্যের কথা জানাতে সত্যিই কি মেক্সিকোর প্রেসিডেন্ট তার কাছে টেলিফোন করেছিলেন?

গত সপ্তাহে ট্রাম্প তার বক্তব্যে এমনসব দাবি করেছেন। কিন্তু আসল ঘটনা হচ্ছে এটি হোয়াইট হাউসের অস্থিতিশীলতায় প্রেসিডেন্টের পক্ষে ব্যাপক সমর্থন প্রদর্শনের প্রচেষ্টা এটি। বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, এ দুটোর কোনোটাই সত্য নয়।

হোয়াইট হাউসের প্রেস সচিব সারাহ হাকাবি স্যান্ডার্স তার দৈনন্দিন ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন; যা ইতোমধ্যে বয় স্কাউট এবং মেক্সিকো সরকারের তরফ থেকে বিবৃতির মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে। ট্রাম্পের কাছে কোনো ধরনের ফোন কল করা হয়নি বিষয়টি উভয়ের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে।

মিসেস স্যান্ডার্স জোর দিয়ে বলেন, তার (ট্রাম্প) এই গল্পগুলোতে কোনো জালিয়াতি ছিল না। গত সপ্তাহে গ্লেন জিনে সমাপ্ত হওয়া বয় স্কাউট সম্মেলনে সংস্থাটির একাধিক সদস্য ট্রাম্পের ভাষণের প্রশংসা করেছেন।

তিনি আরো বলেন, গত মাসে জার্মানির হামবুর্গে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনের সভায় সাইডলাইনে প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর মধ্য সীমান্ত বিষয়ে আলোচনা হয়েছে।

স্যান্ডার্স বলেন, ‘আমি বলছি না এটি মিথ্যা ছিল। এটি একটি কৌশলপূর্ণ অভিযোগ। তাদের মধ্য আলোচনা হয়েছিল। তবে তাদের মধ্য টেলিফোনে কোনো আলোচনা হয়নি। এটি হয়েছে ব্যক্তি পর্যায়ে।’

অস্তিত্বহীন এই ফোন কল ট্রাম্পের বিশ্বাসযোগ্যতা এবং একই সঙ্গে তার হোয়াইট হাউসকে প্রশ্নবিদ্ধ করেছে। ঘটনাগুলোর পরিবর্তিত ব্যাখ্যায় ইতোমধ্য ব্যাপক সন্দেহের জন্ম দিয়েছে। এরমধ্য রয়েছে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত মানুষের সংখ্যা নিয়ে এবং নির্বাচনী প্রচারণার সময় ক্রেমলিনের সঙ্গে সংশ্লিষ্ট আইনজীবীর সঙ্গে তার ছেলে ডোনাল্ড জে ট্রাম্প জুনিয়রের বৈঠকে ট্রাম্পের জড়িত থাকার বিষয়ে তার বিবৃতির খসড়া নিয়ে সন্দেহের জন্ম দিয়েছে।

ফোন কল নিয়ে ট্রাম্পের এ্ই মিথ্যাচার সর্বশেষ প্রমাণ যে, ট্রাম্প লিখিত স্ক্রিপ্টের চেয়ে বরং উপস্থিতমত কথা বলতে পছন্দ করেন।

পুলিতজার পুরস্কার-বিজয়ী রিপোর্টার মাইকেল ডি অ্যান্টোনিও বলেন, ‘ট্রাম্প তার জীবনের প্রায় পুরোটা সময়ই আত্মকেন্দ্রিক ছিলেন এবং যখাযথভাবে কথা বলার চেয়ে তিনি এভাবে বলতেই বেশি স্বছন্দবোধ করেন এবং একে সহজ বলে মনে করেন।’

অ্যান্টোনিও ট্রাম্পের জীবনী নিয়ে একটি বই লিখেছেন। তিনি বলেন, ‘ট্রাম সম্পর্কে সত্য হচ্ছে তিনি ছোটকাল থেকেই মিথ্যা কথা বলে আসছেন। তিনি যখন একজন যুবক ছিলেন, তখন তিনি টাম্প টাওয়ার সম্পর্কে মিথ্যা বলেছিলেন, বিশেষকরে এর ফ্লোর এবং আসল দৈর্ঘ্য সম্পর্কে মিথ্যাচার করেছিলেন এবং তিনি নারীদের সম্পর্কে মিথ্যা বলেছেন যে, সুন্দরী নারীরা তার প্রতি আগ্রহী ছিল।’

ট্রাম্পের কথার সত্যতা নিয়ে সর্বশেষ সোমবার আলোচনার শুরু হয়। ওই দিন মন্ত্রিসভার বৈঠকে তিনি জানান যে, মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো তাকে ফোন দিয়েছিল।

বৈঠকে ট্রাম্প বলেন, ‘অবৈধ অভিবাসীদের উপর দমন-পীড়নে তার সফলতার জন্য এমনকি মেক্সিকোর প্রেসিডেন্টও আমাকে ফোন দিয়েছিল। নিয়েত্তো আমপাকে বলেছেন, মেক্সিকোর দক্ষিণাঞ্চলের সীমান্তে খুব কম সংখ্যক লোকই আসছেন। কারণ মেক্সিকানরা জানে তারা আমাদের (মার্কিন) সীমান্তে যেতে পারবে না, যা চূড়ান্ত প্রশংসার দাবিদার।’

বুধবার মেক্সিকা সরকারের পক্ষ থেকে জোর দিয়ে বলা হয়েছে যে, তাদের মধ্য এইরকম কোনো টেলিফোন কল হয়নি।

এক বিবৃতিতে মেক্সিকোর পররাষ্ট্র সচিব বলেন, জি-২০ শীর্ষ সম্মেলনের সময় পেনা নিয়েতো ট্রাম্পকে বলেছিলেন যে ২০১৬ সালের একই সময়ের চেয়ে চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে মেক্সিকোদের বিতাড়নের ঘটনা ৩১ শতাংশ ছাড়িয়ে গেছে।

গত মঙ্গলবার ছিল বয় স্কাউটের জাতীয় সম্মেলন। সম্মেলনে দেয়া বক্তৃতা সম্পর্কে প্রেসিডেন্ট ওয়াল স্ট্রিট জার্নালে একটি সাক্ষাত্কার দেন। ফাঁস হওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্পকে উদ্ধৃত করে বলা হয় যে, বয় স্কাউটের সম্মেলনে উচ্চ রাজনৈতিক বক্তৃতা জন্য সংগঠনটির প্রধান ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেছেন।

ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, ‘আমি বয় স্কাউটের প্রধানের কাছ থেকে একটি ফোন কল পেয়েছি। এতে তিনি আমাকে বলেছেন, এটি ছিল তাদের জন্য শ্রেষ্ঠ বক্তব্য এবং এজন্য তারা খুব কৃতজ্ঞ প্রকাশ করেছেন।’

 

বুধবার বয় স্কাউট অফ আমেরিকা জানায় যে, তাদের নেতৃত্ব থেকে ট্রাম্পের কাছে এমন কোনো ধরনের ফোন কল সম্পর্কে তারা অবগত নয়।

এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, সংস্থার প্রধান মাইকেল সারবাফের আগের বিবৃতিতে ট্রাম্পের বক্তব্যের জন্য স্কাউটদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। স্কাউটের সম্মুখে ট্রাম্পের রাজনৈতিক বাগাড়ম্বরপূর্ণ বক্তৃতার জন্য যারা বিক্ষুব্ধ হয়েছেন সারবাফ তাদের কাছে দুঃখ প্রকাশ করেছেন।’

ছেলেদের অনুপ্রেরণা যুগাতে বা উদ্দিপ্ত করতে কটু বার্তার আশ্রয় নেয়া প্রেসিডেন্টের জন্য কদাচিৎ অভূতপূর্ব। প্রেসিডেন্ট লিন্ডন বি জনসন ছিলেন অনর্গল ও প্রাণবন্ত গল্পকার এবং রোনাল্ড রেগান এতটাই একতরফা ছিলেন যে একটি হৃদয়গ্রাহী উপন্যাসের মত তার গল্পগুলো মাঝে মাঝে সন্দেহের সৃষ্টি করত যে মনে হতো বাস্তব জীবনের চেয়ে বরং তিনি অভিনয় করছেন।

নিউইয়র্ক টাইমস অবলম্বনে

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft