সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ও দশ মেডিকেল অফিসারসহ ৭০টি পদ শুন্য হওযায় চিকিৎসা সেবা মারাত্বক ভাবে ব্যহত হয়ে পরেছে। প্রসাশনিক চেইন অব কমান্ড ভেঙ্গে পরেছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সটি নিজেই অসুস্থ্য।
উপজেলার সাতটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন মেডিকেল অফিসারের পদ রয়েছে। অথচ সে স্থলে রয়েছে মাত্র তিনজন মেডিকেল অফিসার। অপর দিকে ১৫টি ইউনিয়ন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ৭০টি পদ শুন্য রয়েছে।
একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার পরিসর। কমপক্ষে ৬ লাখ লোকজনের বসবাস এই উপজেলায়। প্রতিদিন হাজারও রোগি সেবা নিতে আসে স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে। দীঘক্ষন অপেক্ষা করার পর উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার,ফার্মাসিষ্ট,অফিস সহায়কদের নিকট থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে রোগিদের ।
২০১৫ সালে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ভিড়িও কন্ফারেন্সের মাধ্যমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫০ শষ্যায় উদ্বোধন করেন। কিন্তু আজও এর কার্যক্রম সঠিকভাবে চালু করা হয়নি। ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০১৭ সালের জুলাাই পযন্ত ৪ জন স্বাস্থ্য ও প:প; কর্মকর্তা রদবদল হয়েছে। সরকারি বিধি তোয়াক্কা না করে মেডিকেল অফিসারগণ যোগদান করার ৫ হতে ৬ মাসের মধ্যে উচ্চতর প্রশিক্ষন নেযার কথা বলে পেষনে অন্যএ বদলি হয়ে চলে যাওয়ায় চিকিৎসা সেবা মারাত্বক ভাবে ব্যহত হচ্ছে।
স্বাস্থ্য কমপ্লেক্টিতে বর্তমানে মাত্র ২ জন মেডিকেল অফিসার রয়েছে। সরেজমিন স্বাস্থ্য কমপ্লেক্টিতে গিয়ে দেখা গেছে বেহাল দশার চিত্র। ভাঙ্গাচুড়া বেড, নোংরা বেডসীট,ল্যাট্রিন,বন্ধ ফ্যান, নেই ওষুধ রাখার স্ট্রেচার, স্ট্যান্ড। প্রতিদিন পরিবেশন করা হচ্ছে নিন্ম মানের খাবার। চিকিৎসা নিতে আসা রাজু মিয়া জানান, প্যারাসিটামল, স্যালাইন, টিসি ক্যাপসুল, মেট্রো, কোট্রিম ছাড়া কোন ওষুধ পাওয়া যায় না হাসপাতালে। তিনি বলেন যে খাবার দেয়া হয় তা রোগিদের জন্য অনুপযোগি।