
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক টেস্ট ম্যাচ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বুধবার মিরপুরে তাইজুলের ঘূর্ণি বলটি হ্যাজেলউডের পায়ে আঘাত হানার পরই মুহূর্তে উল্লাসে ভাসে গোটা গ্যালারি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তখন গ্যালারিতে বসে খেলা উপভোগ করছিলেন। তিনি এই জয়কে দেশবাসীর জন্য ঈদ উপহার বলে ঘোষণা করেছেন।
এদিকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে অজিদের ২০ রানে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে মুশফিক বাহিনী। দলের পক্ষে দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান।