গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল এর সাথে প্রেস ক্লাব গাইবান্ধা গোরস্থান মোড় আল-মদিনা সুপার মার্কেট সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২১ আগষ্ট১৭ইং বিকাল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেসক্লাব, গাইবান্ধার সভাপতি শেখ হাবিবুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মোঃ খালেদ হোসেন, সহ-সভাপতি কে.এম নেয়ামুল আহসান পামেল, রুপম মিয়া, যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম খোকন, সহ-যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক তপন চন্দ্র দাস, সাংবাদিক শাহ আলম, মাহাবুব মিয়া, শামিম মিয়া, রেজাউল করিম, মোঃ রুহুল আমিন, আহসানুল হক বিপ্লব, এ কে এম আরিফ আলম, হায়দার আলী ও এসটিভি’র সাংবাদিক জাভেদ হোসেনসহ অন্যান্যরা। মতবিনিময় সভায় নব গঠিত প্রেসক্লাব, গাইবান্ধার কার্যনির্বাহী কমিটির তালিকা জেলা প্রশাসকের হাতে প্রদান করা হয়। এ সময় তিনি সকল প্রকার সুযোগ সুবিধা আশ্বাস দেন এবং সকল ভেদাভেদ ভুলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের আহবান জানান।