গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান ও বিনামূল্যে গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোবিন্দগঞ্জ ডোনার ক্লাব এর আয়োজনে দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। স্বেচ্ছায় রক্ত দান ও বিনামূল্যে গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধণ করেন জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলাম, অফিসার ইনচার্জ মজিবুর হক, সমাজসেবা অফিসার ইকবাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম তাজু, পৌরসভার প্যানেল মেয়র মাসুদ রানা বাপ্পী, গোবিন্দগঞ্জ ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোস্তফা কামাল সুমন প্রমুখ। এ সময় বিনামূল্যে শতাধিক লোকের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।