
স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী, জাতীয় শোক দিবস ও শোকের মাস আগস্ট উপলক্ষে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।
কর্মসূচিসর মধ্যে রয়েছে, আগামীকাল ১লা আগস্ট বিকেল সাড়ে ৩ টায় কৃষকলীগ আয়োজিত রক্তদান কর্মসূচি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টা যুবলীগ আয়োজিত মাসব্যাপী বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদষ্য আমির হোসেন আমির হোসেন আমু অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এছাড়াও দুপুর ১ টা ৩০ মিনিটে বনানী কবরোস্থানে কোরান খতম ও দোয়া মাহফিলের আয়োজন করেছে তাঁতী লীগ ঢাকা মহানগর (উত্তর)। ৩ আগস্ট সকাল ১১ টায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনার দাবিতে মানব বন্ধনের আয়োজন করেছে। ৪ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভা। ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে তার প্রতিকৃতি ও কবরে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, মিলাদ ও দোয়া মাহফিল। ১১ টায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু ভবন প্রঙ্গনে স্বেচ্ছাসেবক লীগ এবং ১০ টায় শিল্পকলা একাডেমীতে যুবলীগের আলোচনা সভা। ৬ আগস্ট বঙ্গবন্ধুর খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবিতে ছাত্রলীগের স্মারক লিপি প্রদান। ৭ আগস্ট বঙ্গমাতা শহীদ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সন্ধ্যায় বনানী কবারস্থানের সামনে মোমবাতি প্রজ্জ্বলন করবে মহিলা শ্রমিক লীগ। ৮ আগস্ট সকাল সাড়ে ৮ টায় বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে তার কবরে শ্রদ্ধার্ঘ্য অপর্ণ, কোরানখানি, মিলাদ ও দোয়া মাহফিল। সকাল ১১টা ধানমন্ডি-৩২ এ স্বেচ্ছাসেবক লীগ আলোচনা সভা। বাদ আছর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামীীগ আয়োজিত আলোচনা সভা। এর আগে সকাল ১০ টায় শিল্পকলা একাডেমীতে যুবলীগর আলোচনা সভা। এছাড়াও বিকেল ৪ টায় শিল্পকলা একাডেমীতে মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
৯ আগস্ট বিকাল ৩টায় জাতীয় যাদুঘর অডিটরিয়ামে জাতির পিতার ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। ১০ আগস্ট বিকাল ৫টা সুপ্রিমকোর্ট মিলনায়তনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আলোচনা সভা। ১১ আগস্ট শুক্রবার মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা। একই দিন বিকেল ৪ টায় ধানমন্ডির ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা। ১২ আগস্ট বিকেল ৩ টায় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেছে যুব মহিলা লীগ। ১৩ আগস্ট মহানগর নাট্যমঞ্চে শোক দিবসের আলোচনা সভার আয়োজন করেছে যুবলীগ। ১৪ আগস্ট ১৫ আগস্ট শহীদদের স্মরনে রক্তদান কর্মসূচির আয়োজন করেছে ছাত্রলীগ।
এদিকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে, ওইদিন সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সকল স্তরের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টা বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।
সকাল ১০টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়াও মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে। দুপুরে অস্বচ্ছল, এতিম ও দুঃস্থ মানুষদের মাঝে খাদ্য বিতরণ। বাদ আছর মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে মিলাদ ও দোয়া মাহফিল। ১৬ আগস্ট আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা। ১৭ আগস্ট ২০০৫ সালের সিরিজ বোমা হামলা কারিদের বিচারের দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বেচ্ছাসেবক লীগের মানবন্ধন। বিকেল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউতে তাঁতীলীগের আলোচনা সভা। ১৮ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউটে যুবলীগের আলোচনা সভা। ১৯ আগস্ট বিকেল ৪ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালীর আয়োজন করেছে মহিলা শ্রমিক লীগ। ২১ শে গ্রেনড হামলায় নিহতদের স্মরনে ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পন, দোয়া ও মিলাদ মাহফিল এবং আলোচনা সভা। ২২ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভা। ২৩ আগস্ট ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ছাত্রলীগের আলোচনা সভা। এছাড়াও একই দিন বেগম আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মহিলা আওয়ামী লীগ।
২৪ আগস্ট সকাল সাড়ে ৯ টায় নারী নেত্রী বেগম আইভী রহমানের স্মরণে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল। ২৫ আগস্ট কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ কৃষক লীগ ঢাকা মহানগর উত্তর আয়োজিত আলোচনা সভা। ২৬ আগস্ট বাংলাদেশ তাঁতী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এছাড়াও একই দিন কৃষক লীগ জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করবে।
আগামী ২৭ আগস্ট বিকেল ৫ টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ, কেরানীগঞ্জের নুপুর কমিউনিটি সেন্টার বাংলাদেশ কৃষক লীগ ঢাকা জেলা দক্ষিণ আলোচনা সভার আয়োজন করেছে। ২৮ আগস্ট সাভারে কৃষক লীগ ঢাকা জেলা উত্তর শাখা আলোচনা সভার আয়োজন করেছে। ৩০ আগস্ট বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ৩১ শে আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব স্মরণে আলোচনা সভার আয়োজন করছে ছাত্রলীগ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সাথে নিয়ে পালন করার জন্য দলের সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসমূহের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসাথে তিনি আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন।সূত্র- বাসস