গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সরকারি কলেজ মাঠটি সংস্কার ও জলাবদ্ধতা নিরসনে জাসদ ছাত্রলীগ কলেজ শাখার উদ্যোগে মাঠে জলাবদ্ধতার মধ্যে মঙ্গলবার পোনা মাছ অবমুক্ত করে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি মো. রাকিব হাসান সীমান্ত, লিংকন মিয়া, রনি হাসান, মিজানুর রহমান মিজান, কলি আকতার প্রমুখ।
বক্তারা অবিলম্বে কলেজ মাঠ ভরাট করে ছাত্রছাত্রীদের বিভিন্ন খেলাধুলাসহ বসার ব্যবস্থার দাবি জানান। বিভিন্ন নামে বেনামে ও উন্নয়নের নামে প্রতি শিক্ষার্থীর কাছে ২শ’ টাকা করে আদায় করলেও বাস্তবে তা কোন কাজে ব্যবহার করা হচ্ছে না বলে তারা উল্লেখ করেন। বক্তারা আরও জানান, কলেজ প্রশাসন বিভিন্ন সময় এই অর্থ আত্মসাৎ করে আসছে। অবিলম্বে কলেজ মাঠটি দ্রুত ভরাট করার জন্য কলেজ প্রশাসনের প্রতি আহবান জানান।