
সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার সাবেক ওসি শরীফ উদ্দিনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
মামলার অন্য আসামি তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কাসরুজ্জামানসহ ৬ আসামিকে বেখসুর খালাস প্রদান করেছেন আদালত।
বৃহষ্পতিবার, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০০২ সালের ২০ মার্চ রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ভাটিতাহিপুর গ্রামে তৎকালীন উপজেলা ছাত্রদলের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান কারুজ্জামান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, বিএনপি নেতা জুনাব আলী, শাহীন, শাহজান তাহিরপর থানার তৎকালীন ওসি শরীফ উদ্দিন ও এসআই রফিকের সহযোগিতায় উপজেলার জয়নাল আবেদীন মহাবিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শিপলুকে তার বাড়িতে গিয়ে গুলি করে হত্যা করা হয়।