
চলন্ত ট্রাকে এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার হওয়া ট্রাকের ড্রাইভার মেহেদী হাসান ওরফে রানা ও হেলপার তুহিনের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহষ্পতিবার আদালত তাদের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ওই কিশোরী।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সাত্তার বলেন, কিশোরীর বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায়। গত মঙ্গলবার বিকেল চারটার দিকে তার মায়ের সঙ্গে অভিমান করে সে বাড়ি থেকে বের হয়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় ঘুরাফেরা করার সময় রাত আটটার দিকে তাকে ট্রাকের চালক ও সহকারী পণ্যবাহী ট্রাকে (ঢাকা-মেট্রো ট-০২-০৩৪৪) তুলে নেন।
বুধবার সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসিআই এলাকায় ট্রাক থেকে কিশোরীর কান্নার শব্দ শুনে স্থানীয় লোকজন এগিয়ে গেলে চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই কিশোরীকে উদ্ধার এবং ট্রাকটি আটক করে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়ে যায়।সূত্র- আরটিএনএন