আন্তর্জাতিক ডেস্ক :
চলতি মাসের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুয়াম ঘাঁটি এলাকায় চারটি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে প্রস্তুত উত্তর কোরিয়া।
বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রপারিচালিত সংবাদমাধ্যম কেসিএনএ এ খবর জানায়।
খবরে বলা হয়, কিম জং-উন এই পরিকল্পনা অনুমোদন করলে হওয়াসং-১২ রকেট জাপানের ওপর দিয়ে গুয়াম থেকে ৩০ কিলোমিটার দূরে সাগরে ফেলা হবে।
উত্তর কোরিয়ার স্ট্র্যাটেজিক রকেট ফোর্সেস এর প্রধান লে. জেনারেল কিম রক-জিওম এক বিবৃতিতে বলেন, ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক ইস্যুতে পিয়ংইয়ংকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে যুক্তরাষ্ট্রের অঞ্চল গুয়ামের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চলাতে ‘গুরুতরভাবে পরীক্ষা পরিকল্পনা’ করছে উত্তর কোরিয়া।
বিবৃতিতে বলা হয়, কোরিয়ান পিপলস আর্মির (কেডিএ) নর্থ কোরিয়ান স্ট্র্যাটিজিক্যাল ফোর্স গুয়ামকে লক্ষ্য করে হওয়াসং-১২ নামে মাঝারি মাত্রার চারটি কৌশলগত ক্ষেপণাস্ত্র রকেট নিক্ষেপ করবে।
গত মাসে পিয়ংইয়ং হওয়াসং-১৪ নামে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে আঘাত হানতে সক্ষম বলে দাবি করে উ. কোরিয়া।