
জেলার কর্ণফুলী উপজেলার শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজার সামনে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছে।
শনিবার রাত ১২টার দিকে দ্রুতগামী একটি বাস একটি সিএনজি অটোরিক্সা চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আরেফিন জুয়েল জানান, ‘দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন রয়েছেন। তারা ঘটনাস্থলেই মারা যান। নিহত অপরজন অটোরিক্সার চালক। হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।’
কর্ণফুলী থানার উপ-পরিদর্শক (এসআই) জাবেদুল ইসলাম জানান, ‘অটো রিক্সাটি শাহ আমানত সেতুতে টোল দেয়ার জন্য টোল প্লাজায় দাঁড়িয়েছিল। সামনে ছিলো একটি ট্রাক। এ সময় দ্রুতগামী একটি লোকাল বাস পেছন দিক থেকে অটোরিক্সাটিকে ধাক্কা দেয়। এতে মোহাম্মদ সোহেল (৩৫), তার স্ত্রী বৃষ্টি (২৮) এবং তাদের দুই শিশু সন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত অটোরিক্সা চালকের নাম সুরুজ (৫৫)।
তিনি জানান,দুর্ঘটনার পর-পরই চালক ও বাসের সহকারী পালিয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীতে সোহেলের এক ভাইয়ের বাসায় দাওয়াত খেয়ে তারা বাড়ি ফিরছিলেন।সূত্র- বাসস