সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ ঘাঘট নদীর বন্যার পানির তোড়ে বামনডাঙ্গা স্লুইস গেট সংলগ্ন ব্রীজটি ধসে যাওয়ায় গাইবান্ধার নলডাঙ্গা-বামনডাঙ্গা এবং পার্শ্ববর্তী রংপুরের মিঠাপুকুর উপজেলার দুটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে পার্শ্ববর্তী রেল ব্রীজটিও হুমকির মুখে পড়েছে। এতে জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রশাসন ও রেলওয়ের পক্ষ থেকে ব্রীজের ধস ঠেকাতে এবং সড়ক যোগাযোগ পুনরায় চালু করার তৎপরতা চালানো হলেও এখন পর্যন্ত তা সম্ভব হয়নি।
উল্লেখ্য, তীব্র পানির স্রোতে হঠাৎ করে সড়ক সংলগ্ন ব্রীজটির নিচে মাটি সরে গেলে ব্রীজটি হুমকির মুখে পড়ে। এতে ওই ব্রীজের উপর দিয়ে পথচারী ও যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। জরুরী ভিত্তিতে বাঁশের পাইলিং দিয়ে সড়ক এবং ব্রীজের পার্শ্ববর্তী ধস বন্ধের প্রচেষ্টা চালানো হচ্ছে। বন্যার পানির স্রোতের তীব্রতা না কমলে বামনডাঙ্গা রেলসেতুটিও ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা রয়েছে। এতে লালমনিরহাট-বোনারপাড়া সান্তাহার সেকশনের রেল চলাচল চরম হুমকির মুখে পড়বে বলেও আশংকা করা হচ্ছে।