
সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলাদেশ ও ভুটানের। দুই দলের লড়াইটা ছিল গ্রুপসেরা হওয়ার। সে লড়াইয়ে ভুটনাকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশের কিশোররা। মঙ্গলবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল।
গত বছর ১০ অক্টোবর থিম্পুতে ভুটানের কাছে বাংলাদেশ জাতীয় দলের পরাজয়ের পর এই প্রথম কোনো পর্যায়ের ফুটবলে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সিনিয়রদের সেই হারের প্রতিশোধ নিয়ে গ্রুপসেরা হলো ফাহিম-মিরাজরা। দুটি গোল করেছেন মিরাজ মোল্লা, একটি প্রথম ম্যাচের হ্যাটট্রিকম্যান ফয়সাল আহেমদ ফাহিম।
২৫ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ৫২ মিনিটে ব্যবধান বাড়ান মিরাজ মোল্লা। তিনিই করেছেন ৮১ মিনিটে শেষ গোলটি।
বাংলাদেশ প্রথম ম্যাচে ৪-০ গোলে হারিয়েছিল শ্রীলংকাকে। লংকানদেরকে ভুটান হারিয়েছিল ৬-০ গোলে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য এ ম্যাচ জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের।