গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় ভিটামিন এ প্ল¬াস ক্যাম্পেইন শনিবার গাইবান্ধার গোবিন্ধগঞ্জে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উপজেলা সরকারী বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে একটি শিশুর মুখে ভিটামিন এ ক্যাপসুল তুলে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মজিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।