গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর, তরফকামাল ও নরেঙ্গাবাদ গ্রামের বন্যা দুর্গত অসহায় বানভাসী মানুষের মাঝে ত্রাণ বিতরন।
গোবিন্দগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থার (জিসাস) উদ্দ্যোগে এবং স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারর্স লিঃ কিশোরগঞ্জের প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার সুশান্ত কুমার সরকারের সহযোগিতায় গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের কাটা নামক স্থানে ইউনিয়নের চকরহিমাপুর, তরফকামাল ও নরেঙ্গাবাদ গ্রামের বন্যা দুর্গত অসহায় বানভাসী ২ শত পরিবারের মাঝে শুকনা খাবার চিড়া, চিনি ও বিস্কুট বিতরন করেন গোবিন্দগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্টাতা ও নির্বাহী পরিচালক আমজাদ হোসেন।
সাপমারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আকন্দ বুলবুলের উপস্থিতিতে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সোহেল রবাবানী , সহ-সভাপতি আব্দস ছাত্তার ও ইউনিয়ন পরিষদের সদস্য সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ।