গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন নবাগত নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার। শনিবার বিকালে গোবিন্দগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার বলেন, তিনি প্রচলিত কাজের সাথে সাথে গোবিন্দগঞ্জে একটি ভিষন নিয়ে কাজ করতে চান। গ্রীন গোবিন্দগঞ্জ ক্লিন গোবিন্দগঞ্জ গড়ে তুলতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি কৃষ্ণ কৃমার চাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রবিউল কবির মনু সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি গোপাল মোহন্ত, রফিকুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক শামীম রেজা ডাফরুল, বিষ্ণু নন্দী, সাংগঠনিক সম্পাদক এস এম কবির রাসেল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সুমন, ক্রীড়া সম্পাদক ডিপটি প্রধান, সাহিত্য সম্পাদক তাহেদুল ইসলাম, কার্যকরী সদস্য এবিএস লিটন, হাবিবুর রহমান আকন্দ, ফারুক হোসেন ছন্দ, অজয় চাকী। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মনজুরুল হক সেলিম, সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক, সদস্য মানিক সাহা প্রমূখ।