গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে শুক্রবার সকালে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন গোবিন্দগঞ্জ থানা বিএনপি’র সভাপতি সাবেক এমপি অধ্যক্ষ আব্দুল মান্নান মন্ডল। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও থানা বিএনপি’র সাধারণ সম্পাদক ফারুক কবির আহম্মেদ, পৌর বিএনপি’র সভাপতি ফারুক আহম্মেদ, সম্পাদক আলতাব হোসেন পাতা, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সাজাদুর রহমান সাজুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।