গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বন্যার্তদের মাঝে সাফিয়া-আছাব আলী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ করেছে।মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ ত্রান বিতরন করা হয়েছে। ত্রাণ বিতরণ করেন, সাফিয়া-আছাব ফাউন্ডেশনের চেয়ারম্যান গাইবান্ধা-৪-গোবিন্দগঞ্জ-৩২ আসনের সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকন।
ত্রাণ বিতরণকালে তার সাথে ছিলেন, সাফিয়া-আছাব ফাউন্ডেশনের মহাসচিব রেজাউল হক আকন্দ।
অন্যান্যের মধ্যে ছিলেন, শালমারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম মজনু, সাফিয়া-আছাব ফাউন্ডেশনের কার্য্যকরি কমিটির সদস্য আনারুল হক।
অন্যান্যের মধ্যে ছিলেন, মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ছিদ্দিক হোসেন, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, মহিমাগঞ্জ ইউ’পি সদস্য খাজা মিয়া, কামাল হোসেন, কোচাশহর ইউনিয়ন বিএনপি’র সভাপতি সাইফুল ইসলাম, কোচাশহর ইউনিয়ন যুবদলের সভাপতি সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক মজনু মিয়া, কোচাশহর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মতিন মিয়া প্রমূখ।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ, হরিরামপুর, নাকাই, তালুককানুপুর, দরবস্ত, রাখালবুরুজ ইউনিয়নের বানভাসী মানুষের মাঝে ৩ টি নৌকা যোগে বিএনপি এবং স্থানীয় বিভিন্ন পেশাজীবি সমাজের ৫ শতাধিক লোকসহকারে দিনভর ত্রাণ হিসেবে চাল, আলু, ঔষধ ও নগদ অর্থ বিতরন করা হয়েছে।
এ সময় সাবেক সংসদ শামীম কায়ছার লিংকন বন্যার্ত মানুষদের উদ্দেশ্যে বলেন, যে কোন দুর্যোগে সাফিয়া-আছাব ফাউন্ডেশন অতিতেও ছিল এখন আছে। সব সময় মানুষের বিপদে পাশে থাকবে বলে জানান।