গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ বন্দরে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও নানা ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলার হাত থেকে রক্ষা পেতে মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের আফছার আলী আকন্দের পুত্র মেফাজ্জল হোসেনের সংবাদ সম্মেলন। বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মোফাজ্জল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন তাহেদুল ইসলাম,আঃ জলিল সহ বিভিন্ন সংবাদ পত্রের প্রতিনিধিগণ। লিখিত বক্তব্যে মোফাজ্জল হোসেন বলেন, উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মৃত মাছুদ আহমেদ তালুকদারের পুত্র ইসতিয়াক আহমেদ তালুকদার @ স্বপন ২০১১ সালে সোস্যাল ইসলামী ব্যাংক, গোবিন্দগঞ্জ এসএমই/কৃষি শাখা থেকে মূয়াজ্জল কর্মারশিয়াল পদ্ধতিতে ব্যবসার নির্মিত্তে এক বছর মেয়াদী ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা চলমান ঋণ নেয়। পরবর্তিতে ব্যাংকের শর্ত মতে টাকা সময় মত পরিশোধে ব্যর্থ হয়। ব্যাংক কতৃপক্ষ নিকট ইসতিয়াক আহমেদ পূর্বে প্রদত্ব সংশ্লিষ্ট ব্যাংক একাউন্টে স্বাক্ষরকৃত চেকে টাকা জমা না থাকায় সোস্যাল ইসলামী ব্যাংক কতৃপক্ষ চেক ডিসওনারের মামলা করে। পরবর্তিতে ব্যাংক কতৃপক্ষ অর্থঋন আদালত আইন ২০০৩ এর ১২ (৩) মোতাবেক ১৮/০১/২০১৩ তারিখে দৈনিক করতোয়া পত্রিকায় জমি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করে। ব্যাংক কতৃপক্ষ তৃতীয় দফায় সর্বশেষ ২০/০২/১৭ তারিখে দৈনিক সমকালে পুনঃ নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করলে গত ২০/০৩/১৭ তারিখ বিকালে আরো ৪/৫ জন অংগ্রহনকারী ক্রেতার সাথে তিনিও উক্ত নিলামে অংশ নেয় এবং সর্বোচ্চ দরদাতা হিসাবে তার দরপত্র গৃহীত হয়। পরবর্তিতে নিলামে দরপত্র গৃহীত জমির মূল্য সোস্যাল ইসলামী ব্যাংক কতৃপক্ষকে বুঝিয়ে দেওয়ায় ব্যাংক কতৃপক্ষ তফশিলী ৫৮ শতক জমি রেজিষ্ট্রী কবলা মূলে দলিল করে দেয়। যাহার মৌজা শ্রীপতিপুর জেএলনং-৩১০,সি,এস খতিয়ান নং ৩৫৩,৩৫৪,৩৫৫,৩৫৮, আর, এস খতিয়ান নং ৩৬১,৩৬২, ৩৬০, ৩৬৭, সাবেক দাগ নং ৩২৬, ৩২৭ নতুন দাগ নং-১৬৭৩। উক্ত জমি মোফাজ্জল হোসেনের নিকট নিলামে বিক্রয় হয়েছে বলে মর্মে সোস্যাল ইসলামী ব্যাংক কতৃপক্ষ নিজেরাই সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। জমি ক্রয়ের বিষয়টি জানার পর থেকে ইসতিয়াক আহমেদ তালুকদার @ স্বপন এর স্ত্রী মিনুয়ারা গংদের বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও মিথ্যা মামলা সহ নানা ষড়যন্ত্র এবং হেনস্থার শিকার হচ্ছেন বলে তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন। মিনুয়ারা গংদের হাত থেকে রক্ষাপেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেছেন।