গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় গ্রামে গতকাল শনিবার দুপুরে নিজ বাড়ি মেরামত করার সময় আতিয়ার রহমান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মো. আবু বক্করের ছেলে। বন্যা জনিত কারণে ক্ষতিগ্রস্ত ঘর মেরামত করার সময় আতিয়ার রহমান ঘরের বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ করায় তিনি বিদ্যুতায়িত হয়ে মারা যান।