গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা পরিস্থিতি আরো অবনতি হয়ে গোবিন্দগঞ্জ – ঘোড়াঘাট সড়ক হাটু পানিতে তলিয়ে গেছে । গোবিন্দগঞ্জ উপজেলা বন্যা ও দুর্যোগ ব্যবস্থাপনা কন্টোলরুম থেকে জানিয়েছেন করতোয়া নদীর পানি কাটাখালী ও তরফমনু পয়েন্টে বিপদ সীমার ৪৪ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। করতোয়া নদীর বাঁধের একাধিক স্থানে ভেঙ্গে গিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে । ফলে পৌর সভা সহ ১২টি ইউনিয়ন সম্পূর্ণ বন্যার পানিতে ডুবে গেছে । বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত সোমবার রাত আনুমানিক ১০টায় গোবিন্দগঞ্জের করতোয়া নদীর ছোট দূর্গাপুর এলাকায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে গিয়ে দরবস্থ ইউপির গোটা এলাকা নতুন করে প্লাবিত হয়েছে । এ দিকে মঙ্গলবার সকাল ১০ টায় পলাশবাড়ী এলাকায় করতোয়া নদীর চেরেঙ্গা (কনক পাড়া) এলাকার বাঁধ ভেঙ্গে গিয়ে বন্যার পানি প্রবল বেগে লোকালয়ে ডুকে পরেছে ।
মঙ্গলবার বিকাল থেকে গোবিন্দগঞ্জ – দিনাজপুর সড়কের তরফমনু নামক স্থানে সড়কের উপর দিয়ে পানি পার হতে শুরু করে । বুধবার সকাল ১০ টায় সড়ক টি হাটু পানির নীচে তলিয়ে যাওয়ায় যান চলাচলে বিঘœ ঘটছে । সড়কটিতে ভারী যানবাহন চলাচলের কারনে ডুবে যাওয়া স্থান কারপেটিং উঠে গিয়ে খাল খন্দের সৃষ্টি হয়েছে যে কোন সময় সড়ক টি ভেঙ্গে গিয়ে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশংকা রয়েছে ।
গত কয়েক দিনের টানা ভারী বর্ষন ও উজান থেকে বয়ে আসা পাহাড়ি ঢলে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভা সহ কামদিয়া ,গুমানীগঞ্জ, দরবস্ত , তালুককানুপুর , নাকাই , হরিরামপুর , মহিমাগঞ্জ ও শালমার ইউনিয়নের অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ছাহেরা বানু জানান, বন্যা দুর্গত এলাকায় হাজার হাজার হেক্টর আমন ফসল পানির নিচে তলিয়ে গেছে। সেই সাথে উপজেলার লক্ষ্যাধিক মানুষ ও গবাধী পশু পানি বন্দি হয়ে পরেছে। । এ দিকে ঢাকা-রংপুর মহাসড়কের করতোয়া নদীর উপর কাটাখালী ব্রীজটি হুমকির মূখে রয়েছে । যে কোন সময় ব্রীজ টি দেবে অথবা ভেঙ্গে উত্তরাঞ্চলের জেলা গুলির সাথে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশংকায় আতœংকিত এলাকাবাসি । অন্যদিকে গত ৩দিনে বন্যার পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে । নিহতরা হলেন , কাটাবাড়ী ইউপির বেল্লাল হোসেনের নাতি সিফাত (১৫) তালুককানুপুর ইউপির ফকির পাড়ার রিয়ামণি (৩) ও রাখালবুজ ইউপির আজিমুদ্দিন (৬০) পানিতে ডুবে নিহত হয়েছে বলে জানা গেছে । বন্যা দুর্গত মানুষের জন্য জরুরী সাহায্যের জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন এলাকাবাসী।