গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বন্যা দূর্গত এলাকা পরিদর্শন করেছে জাতীয় সংষদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের বগুলাগাড়ী ও ফুলবাড়ী ইউনিয়নের ফতুলাপুর ও ছোট রঘুনাথপুর বন্যা দুর্গত এলাকা ও ঝুকিপূর্ণ বাধ পরিদর্শন করেন। তিনি ছোট রঘুনাথপুরে সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বাধ সংস্কার পরিদর্শন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ, ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা প্রমুখ।