গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের গোলাপবাগ আলিম মাদ্রাসা প্রাঙ্গনে রোববার সকালে ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বন্যার্তদের মাঝে গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান আকতারা বেগম রুপা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি প্রধান বাবলু, যুগ্ম সম্পাদক হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আরম শরিফুল ইসলাম জর্জ, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এসএম রিপন, পৌর কাউন্সিলর রিমন তালুকদার ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঠান্ডু প্রমুখ।