গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাইয়াগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করা হয়েছে। সোমবার রাত ৮টায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান আকতারা বেগম রুপা, প্রকল্প কর্মকর্তা জহুরুল ইসলাম প্রমুখ। এ সময় কাইয়াগঞ্জে ১০০ পরিবারে মাঝে ত্রান বিতরণ করা হয়। পরে কুঠিবাড়ী মডেল স্কুলে স্থাপিত আশ্রয় কেন্দ্রেও ত্রান বিতরণ করা হয়। এমপি অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে পরে গোবিন্দগঞ্জ দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের হুমকীর সম্মুখীন অংশ পরিদর্শন করা হয়।