গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বন্যাদুর্গত এলাকার বানভাসী মানুষের মাঝে বাংলাদেশের ওয়ার্কার্স পাটি ও যুবমৈত্রীর ত্রাণ বিতরণ। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ পৌর শহরের মন্ডল কমপ্লেক্য্রে উপজেলা ওয়ার্কার্স পাটির অস্থায়ী কার্যালয়ে গাইবান্ধার জেলার ত্রাণ কাযক্রমের উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রিয় কমিটির পুলিটব্যুরোর সদস্য জননেতা কমরেড আমিনুল ইসলাম গোলাপ। এ সময় ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ তৌহিদ, সহ সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ সানী, তাপস দেব, কেন্দ্রিয় সদস্য ও ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আবুল হোসেন তুফান, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক আলহাজ্ব নাজমুল ইসলাম লিটন, এছাড়াও অন্যান্যের মধ্যে ছিলেন ওয়ার্কার্স পাটির জেলা ভারপ্রাপ্ত সম্পাদক প্রণব কুমার চৌধুরী, ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সম্পাদক জেলা কমিটির সদস্য জননেতা কমরেড এম এ মতিন মোল্লা, যুবমৈত্রী গাইবান্ধা জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদ, যুবমৈত্রী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, জাতীয় কৃষক সমিতি উপজেলা শাখার সভাপতি আওয়াল বিএসসি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।