গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস মঙ্গলবার গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর শোক র্যালি বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা টাউন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ এমপি।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান আক্তারা বেগম রুপা, অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম আজাদ, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, সাংগঠনিক সম্পাদক দরবস্ত ইউপি চেয়ারম্যান আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, সাংগঠনিক সম্পাদক ও কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, সাংগঠনিক সম্পাদক সাবেক চেয়ারম্যান তৌহিদুল ইসলাম প্রধান শাহিন, সহ-যুগ্ম সম্পাদক মিয়া আসাদুর জামান হিরু, ত্রাণ বিষয়ক সম্পাদক মাসুদ রানা বাপ্পী, গুমানীগঞ্জ ইউপি চেয়ারম্যান এসএম রিপন ও তালুককানুপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক প্রমুখ।