গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে গতকাল সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ পৌরসভা হলরুমে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সরকার এই আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেন। এতে, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুর আলম সিদ্দিকি, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম আজম, পৌর কাউন্সিলন শাহীন আকন্দ, মাসুদ রানা বাপ্পি, মোখলেছুর রহমান, আনোয়ার হোসেন বক্তব্য রাখেন। আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।