গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে কেন্দ্রীয় বিএনপির একটি টিম মঙ্গলবার গোবিন্দগঞ্জ পৌর শহরের বোয়ালিয়া বাঁধে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ওই দিন বিকেলে এ ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস ছালাম, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক সাবেক মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশীদ ইয়াছিন, কেন্দ্রীয় নেতা মীর শরাফত আলী সফু, কেন্দ্রীয় যুবদল নেতা আব্দুল খালেক, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডাঃ মঈনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদ, থানা বিএনপির সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান ফারক কবির আহম্মদ, সহ-সভাপতি অধ্যাপক আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান চৌধুরী ডিউক, বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু,আনিছুর জামান বিদ্যুৎ ও মনোয়ার হোসেন রাজু, স্বেচ্ছাসেবকদল নেতা কাজল চাকী, যুবদল নেতা আব্দুল আওয়াল, ছাত্রদল নেতা আব্দুল মজিদ প্রধান, আতিকুর রহমান রতনসহ স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।