গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়াল ঘর থেকে কৃষকের চুরি হওয়া গরু দু’টি উর্দ্ধার, থানায় মামলা দায়ের।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ আগষ্ট রাতে উপজেলার নাসিরাবাদ গ্রামের মৃত্যু আবুল হোসেন ফকিরের পুত্র আব্দুল গফুরের গোয়াল ঘর থেকে দু’টি গরু চুরি হয়ে যায় । পর দিন গরু খোঁজা খোঁজির এক পর্যায় গোপনে জানা যায় খোলাহাটি গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র আশরাফ আলীর বাড়ীতে একটি গরু ও কাচারী এলাকার সোনা মিয়ার পুত্র মিলনের বাড়ীতে অন্য আর একটি গরু রয়েছে। তখন কয়েকজন লোকজন নিয়ে ওই বাড়ী দু’টি গিয়ে গাভী ও বাছুর উর্দ্ধার করে পুলিশে দেওয়া হয়। এরপর গরুর মালিক গফুর বাদী হয়ে খোলাহাটি গ্রামের আশরাফ আলী , কাচারী গ্রামের মিলন ও নাসিরাবাদ গ্রামের রানা বাবু,কামরুল হাসানস পিচ্ছিল, জনি, সোহাগসহ ৬ জনকে আসামী করে গোবিন্দগঞ্জ থানায় ৪৪ নাম্বার একটি চুরি মামলা দায়ের করেন ।
আরে জানা গেছে উল্লেখিত আসামীদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ সহ বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই, সন্ত্রাসী কর্মকান্ড সজ প্রায় ডজন খানেক মামলা রয়েছে।