গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের কুমিড়াডাঙ্গা গ্রামে বন্যায় কালভার্ট খুলে দিতে বাধা দেওয়ায় মারপিটের ঘটনায় আহত ২ জন।
জানা গেছে গোবিন্দগঞ্জ উপজেলার প্রবল বন্যায় রাস্তার কালভার্ট খুলে দেওয়ায় বাধা প্রদান করায় উপজেলার কুমিড়াডাঙ্গা গ্রামের ছামছুলের ছেলে রানা মিয়া (৩২ ) ও ইফাজ উদ্দিন মন্ডলের ছেলে উজ্জল মিয়া (২৮ ) কে মারপিট করে গুরুত্বর আহত করেছে একই গ্রামের আবুল কাশেম , আবু বক্কর মিয়া , আশাদুল ইসলাম ও মনোয়ারুল ইসলামসহ সন্ত্রাসীরা। আহত রানা মিয়া ও উজ্জল মিয়াকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্রেক্্ের ভর্তি করা হলে কর্তব্যরত ডাক্তার উজ্জল মিয়াকে অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
বুধবার সকাল ৯ টায় কুমিড়াডাঙ্গা গ্রামের একমাত্র রাস্তায় কালভার্টটি খুলে দেওয়ায় বন্যার পানি প্রবেশ করে ওই গ্রামের প্রায় ২ পরিবার পানি বন্দি ও ৫শ একর জমির আমন ফসল পানির নিচে ডুবে যায় বলে জানা গেছে।