গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা-ফার্মে সাঁওতাল হত্যাকান্ডের বিচার, পৈত্রিক সম্পত্তির ফেরত, এমপি কালাম ও চেয়ারম্যান বুলবুলসহ সকল আসামীর গ্রেফতার দাবি জানিয়ে শুক্রবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জের আদিবাসী সাঁওতাল পল্লী জয়পুরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ,বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জনউদ্যোগ ও আদিবাসী বাঙ্গালী সংহতি সমাবেশ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সভায় বক্তারা আন্তর্জাতিক আদিবাসী দিবসে তাৎপর্য তুলে ধরে বলেন, আদিবাসীদের অধিকার সংরক্ষেণে সকল আদিবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে। বক্তারা গোবিদগঞ্জের বাগদা ফার্মের হত্যাকান্ডের কথা স্মরণ করে বলেন ঘটনার ৮মাস পেরিয়ে গেলেও তিনজন সাঁওতাল হত্যাকান্ডের মামলা কিংবা সম্পত্তি ফিরে দেওয়ার ব্যাপারে কোন দৃশ্যমান অগ্রগতি নেই। বক্তারা অবিলন্বে এই হত্যাকান্ডের আসামী গোবিন্দগঞ্জের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাপমারা ইউনিয়নের চেয়ারম্যান শাকিল আহম্মেদ বুলবুলসহ সকল আসামীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার শুরুর দাবি জানান। বক্তারা বলেন রংপুর চিনিকল কর্তৃপক্ষ সাহেবগঞ্জ বাগদা ফার্মের জন্য সংগৃহীত সাঁওতাল ও বাঙ্গালিদের নিকট থেকে যে শর্ত্তের ভিত্তিতে ১৮শ একর সম্পত্তি অধিগ্রহণ করেছিল তা মিল অকার্যকর,আখ চাষ বাদ দিয়ে অন্য ফসল আবাদ ও স্থানীয় দুবৃত্তদের কাছে লীজ দেয়ায় অশুভ চক্রান্তের কারণে সেই শর্ত মিল কর্তৃপক্ষ অনেক আগেই ভঙ্গ করেছেন। এখন ঐ শর্তের ভিত্তিতেই বাগদাফার্ম এলাকার ওই সম্পত্তির মালিক আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালিরা। বক্তারা অবিলন্বে আদিবাসী সাঁওতাল ও বাঙ্গালিদের সম্পত্তি ফেরত দেবার দাবি জানান।
বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সহ-সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্র নাথ সরেন,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাবেক জেলা সভাপতি ওয়াজিউর রহমান রাফেল,আদিবাসী বাঙ্গালী সংহতি পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সিপিবি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, জনউদ্যোগ গাইবান্ধার সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সিপিবি নেতা তাজুল ইসলাম,কামরুল হাসান জিলানী,মিতা হাসান,বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য প্রতিভা সরকার ববি,জেলা বিএনপির নেতা এ্যাডভোকেট শাহনেওয়াজ খান,আদিবাসী নেত্রী অলিভিয়া মাড্ডি, সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী,বাংলােেদশ মহিলা পরিষদ জেলা নেতা অঞ্জলী রানী, জাসদ নেতা এ্যাডভোকেট মোহাম্মদ আলী,আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক আসমানী আকতার আশা, ছাত্রনেতা রানু সরকার,ওয়ারেস,মানবাধিকার কর্মী আব্দুল খালেক প্রমূখ।