গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ কামারদহ ইউনিয়নের প্রত্যয় বুদ্ধি প্রতিবন্দি ও অটিস্টিক বিদ্যালয় এবং ফাঁসিতলা থিয়েটারের যৌথ আয়োজনে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি , প্রতিবন্ধিদের মাঝে খাদ্য বিতরন ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার ফাঁসিতলা-দাড়িদহ রোডস্থ প্রত্যয় বুদ্ধি প্রতিবন্দি ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৫ আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফাঁসিতলা থিয়েটারে বিদ্যালয়ের সভাপতি এ এইচ এম সালেহ বেলাল এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রত্যয় বুদ্ধি প্রতিবন্দি ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেতার তোয়া , ইউপি সদস্য রশিদুল ইসলাম এরম , মোহাম্মদ আলী , রোজিনা খাতুন , আপেল মাহামুদ প্রমূখ।