গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জের চিন্তক থিয়েটারের নৃত্য শিল্পী শেখ জাহিদ কালারী নৃত্যে উচ্চতর প্রশিক্ষণের জন্য ভারতে কলকাতায় যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে তিনি ভারতের কলকাতার উদ্দেশ্য যাত্রা করবেন। চিন্তক থিয়েটারের নৃত্য শিল্পী শেখ জাহিদ পৌরসভার মাগুড়া কেশবপুরের আমিরুল ইসলামের বড় ছেলে।ভারতের কলকাতার আইসিসিআর ও নৃত্য মন্দিরের আয়োজনে ৫দিন ব্যাপী কালারী নৃত্যে উচ্চতর প্রশিক্ষণের জন্য বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে অংশগ্রহন করছে জাহিদ। জাহিদের শিশুকাল থেকেই সাংষ্কৃতিক অঙ্গনে পদচারণা। জাহিদ চিন্তকের সদস্য হয়ে এর আগে বিশ্বের বহু দেশে সাংষ্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে। বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন মিডিয়ায় জাহিদের পরিবেশনায় মুগ্ধ দেশবাসী। শেখ জাহিদ উচ্চতর প্রশিক্ষনের জন্য ভারতে যাওয়ার প্রাক্কালে কৃতজ্ঞতা জানিয়েছেন চিন্তকের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বাবুলাল চৌধুরী ও রাফি তালুকদারের কাছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চান। নৃত্য নিয়ে দেশের সংস্কৃতি অঙ্গনে কাজ করতে চান শেখ জাহিদ।