গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা সদর উপজেলা শিল্পকলা একাডেমির নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ও নব কমিটির পরিচিতি অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা পরিষদের পাশে নতুন উপজেলা ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি। এসময় উপসি’ত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আলিয়া ফেরদৌস জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রশিদা বেগম, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার, উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম, সদর উপজেলা আ’লীগ সভাপতি রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, আ’লীগ নেতা মৃদুল মোস-াফিজ ঝন্টু প্রমুখ। পরে প্রধান অতিথির সাথে নতুন কমিটির কর্মকর্তারা পরিচিত হন।
নতুন কমিটির কর্মকর্তারা হচ্ছেন- সভাপতি পদাধিকার বলে সদর উপজেলা নির্বাহী অফিসার আলিয়া ফেরদৌস জাহান, সহ-সভাপতি মানিকলাল সরকার, সহ-সভাপতি আফরোজা বেগম লুপু, সাধারণ সম্পাদক উত্তম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ মুন্নি, বিপুল কুমার দাস, কোষাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস জাহিদ, সদস্য স্বপন সরকার, রাহাত কবির, মো. কামরুজ্জামান চান, ইদ্রিসউজ্জামান মোনা, অ্যাড. মো. শাহনেওয়াজ খান, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম, শাকিল আহমেদ। এর আগে প্রধান অতিথি হুইপ ভবনের চারপাশ ঘুরে দেখেন।