গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলায় যৌতুকের দাবীতে স্বামী শাহজামাল কর্তৃক স্ত্রী আরিফা বেগমকে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতিত আরিফা বর্তমানে গুরুতর অসুস্থ্য হয়ে গাইবান্ধা সদর হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
পারিবারিক সূত্রে জানাযায়, ৪/৫ বছর আগে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের ঠেংগামারা গ্রামের মোজাফফরের ছেলের সাথে পারিবারিক ভাবে বিয়ে হয় আরিফা বেগমের। বিয়ের পর থেকেই আরিফাকে যৌতকের জন্য চাপদিয়ে আসচ্ছিল তার স্বামীসহ শশুড়-শাশুড়ী ও ননদরা।
মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে বাবা আজিজ জামাইকে যৌতুক হিসেবে চার শতাংশ জমি লিখেদেন। এরপর বেশ ভালোই চলচ্ছিল তাদের সংসার। এর মাঝে হঠাৎ তাদের সংসাবে আবার অভাব অনটন দেখা দিলে স্ত্রী আরিফার উপর নিমে আশে আমাবশ্যার চাঁদ। শুরু হয় তার করুনার জীবণ। বিভিন্ন অজুহাতে তাকে নির্যাতন করা হয়।
এনিয়ে ইউপি চেয়ারম্যানের দফায় দফায় মিমাংসা করলেও কোন কাজ হয়নি। এরই মাঝে হঠাৎ শুক্রবার স্বামী শাহজামাল যৌতুক হিসেবে ৫০ হাজার টাকা আনার জন্য স্ত্রীকেচাপ দেয়। এতে সে রাজি না হওয়ায় তার উপর চলে পাশবিক নির্যাতন। এরপর তাকে গুরুতর আহত করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। আরিফা আহত অবস্থায় নানার বাড়িতে অবস্থান নিলে নানার বাড়ির লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।