গাইবান্ধা প্রতিনিধিঃ জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশন আয়োজিত যুব ফুটবল টুর্ণামেন্টের চুড়ান্ত খেলা শুক্রবার বিকেলে গাইবান্ধা এনএইচ মডার্ণ হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় গাইবান্ধার এসএফসিএ কোচিং একাডেকি ২-১ গোলে মহিমাগঞ্জ দলকে হারায়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম। জেলা ফুটবল খেলোয়াড় এসোসিয়েশনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।

অন্যান্যদের মধ্যে রাখেন বক্তব্য সহকারি প্রকৌশলী আব্দুর রহমান কুদরী (লাল বাবু), গোলাম মারুফ মনা, সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লুলু, জাহাঙ্গীর হিরু প্রমুখ। উপস্থিত ছিলেন প্রবীণ খেলোয়াড় বিমলেন্দু বিশ্বাস বদন, শামসুজ্জোহা, বিমান সর কার, মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, শংকর সাহা, মড়ার্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম রোকন, সংগঠক সিরাজুল ইসলাম, স্বপন কুমার সাহা, মোশাররফ হোসেন, হিমাদ্রি শেখর হিমু। খেলা পরিচালনা করেন রেফারি বাবলু বিশ্বাস, সহকারি রেফারি আসাদুজ্জামান ও দেবাশীষ চক্রবর্তী। টুর্ণামেন্টের জেলার মোট ৮টি দল অংশগ্রহণ করে। টুর্ণামেন্টের সার্বিক স্পন্সর ছিল হক বেকারী এন্ড ফাস্টফুড ব্রিজ রোড, গাইবান্ধা।