গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলা ইসলামিয়া হাই স্কুল সংলগ্ন অষ্টম শ্রেনীর এক স্কুল ছাত্রকে ক্রিকেট ব্যাট দিয়ে জখম করেছে দুবৃত্তরা।
সোমবার বিকেল ৫টার দিকে ইসলামিয়া হাই স্কুল মাঠে এ হামলার ঘটনা ঘটে।
আহত স্কুল ছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। আহত স্কুল ছাত্রের নাম রিদয় (১৫)। সে পৌরসভা ভিএইড রোড কালিবাড়ী পাড়ার আমজাদ হোসেনের ছেলে ও গাইবান্ধা কল্পলতা কিন্ডারগার্ডেন স্কুলের ৯ম শ্রেণীর ছাত্র।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে ইসলামিয়া হাই স্কুল সংলগ্ন রাস্তা দিয়ে রিদয় রিকসা করে আসছিলো। এ সময় কতিপয় যুবক তার ওপর হামলা চালায় এবং ক্রিকেট ব্যাট দিয়ে জখম করে পালিয়ে যায়।
রিদয়ের মামা স্বাধীন জানান, খবর পেয়ে আমরা দ্রুত রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাই । রিদয়কে দুবৃত্তরা ফোন করে ক্রিকেট খেলার কথা বলে ডেকে নেন বলেও জানান তিনি।
এব্যাপারে রিদয়ের বাবা আমজাদ হোসেন গাইবান্ধা সদর থানায় ৪জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন।
আহত রিদয়ের পারিবারিক সূত্রে জানা যায়, শহরের একটি সন্ত্রাসী গ্রুপের সাথে একটি মেয়ের মোবাইল নাম্বারকে কেন্দ্র করে রিদয়ের দ্বন্ধ রয়েছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
গাইবান্ধা সদর পুলিশ পরির্দশক (তদন্ত) আরশেদুল হক জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।