গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সরকারি বালক বিদ্যালয় মাঠে তিনদিনব্যাপী ৪৬তম স্কুল ও মাদ্রাসা জেলা পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার শেষ হয়েছে। এতে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি ও সাঁতার বিষয়ে ৩টি গ্র“পে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফুটবল বালক দলে গোবিন্দগঞ্জ বহুমুখী হাইস্কুল দল, হ্যান্ডবলে গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল ও কাবাডিতে সাদুল্যাপুরের মন্দুয়ার মতিউন্নেছা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়েছে। অপরদিকে বালিকা গ্র“পে ফুটবলে গাইবান্ধা আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয় দল ও হ্যান্ডবলে গোবিন্দগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হয়।
বৃহস্পতিবার বিকেলে খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার জিয়াসমিন আরা হক প্রমুখ।