গাইবান্ধা প্রতিনিধিঃ নারী নির্যাতন,ঘুষ, দুর্নীতি, লুটপাট, বন্যাদূর্গতদের পর্যাপ্ত ত্রান সামগ্রীর বিতরনের দাবিতে গতকাল বিক্ষোভ সমাবেশ করেছে বামপন্থীদের জোট সিপিবি-বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের ডিবি রোডের ১নং ট্রাফিকমোড়ে সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা ঘোষিত দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ এই কর্মসূচি পালিত হয়। বক্তারা বলেন বর্তমানে যখন স্মরণকালের ভয়াবহ বন্যায় মানুষের চরম দুর্ভোগ নেমে এসেছে তখন সরকার সাহায্যের নামে যে ত্রান বিতরণ করছে তা রীতিমত দুর্গত মানুষদেরকে উপহাস করার মত। বক্তারা বন্যার্তেও মাঝে পর্যাপ্ত ত্রানের জোর দাবি জানান। বক্তারা আত্মহত্যায় প্ররোচনার দায়ে আটক গাইবান্ধা সদর থানার এস আই দেবাশীষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা আরও বলে,দেশের রাজনীতিতে বর্তমানে লুটপাট,দুর্ণীতি ভোগবাদীতা, জঙ্গিবাদের নামে যে অপরাজনীতি চলছে তা থেকে দেশকে মুক্ত করতে হলে দেশের সকল মানুষকে এই জোট মহাজোটের বাইরে বামপন্থীদের এই জোটে সামিল হওয়ার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সডক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) সদস্য সচিব মঞ্জুরুল আলম মিঠু, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহসাধারণণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া বেগম, সিপিবি নারী সেলের নেতা প্রতিভা সরকার ববি, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের জেলা সভাপতি ইশরাত জাহান লিপি, বাসদ নেতা মোস্তফা মনিরুজ্জামান প্রমূখ।