গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধায় জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শহীদ শেখ কামালের ৬৮তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার আলোচনা সভা জেলা ছাত্রলীগ আহবায়ক আব্দুল লতিফ আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গাইবান্ধা জেলা শাখার দপ্তর সম্পাদক সামসুল আলম সাকা।
বাংলাদেশ ছাত্রলীগ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আসিফ সরকার, সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, গাইবান্ধা সদর উপজেলা শাখার আহবায়ক জিতেন্দ্র নাথ সরকার গোপাল, যুগ্ন-আহবায়ক আসিফ মাহামুদ সিফাত, শ্যাম সরকার প্রমুখ। সভায় জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন জেলা ছাত্রলীগের সিনিয়ন যুগ্ম আহবায়ক আহবায়ক রাহাত মাহমুদ রনি।