গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে মহিলাদের কাবাডি প্রশিক্ষণ গতকাল রোববার বিকেলে স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে শুরু হয়েছে। ১৫দিন ব্যাপী ওই প্রশিক্ষণের উদ্বোদন করেন জেলা পৌর মেয়র জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন। জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী মুক্তি বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি দিশার চৌধুরী, অধ্যক্ষ মাহেনুর ফজিলাতুন্নেছা, নিলুফার ইসলাম নার্গিস, সাধারণ সম্পাদক রিজিয়া আক্তার বিউটি, শামীমা ইয়াসমিন পাপড়ী, খুরশিদা ওয়াদুদ রেজভী, জেসমিন মাসুদ রানী, অ্যাডভোকেট নার্গিস আক্তার চৌধুরী, নতুন বেগম, নিলুফার বেগম লাকী, আঞ্জুয়ারা বেগম, প্রশিক্ষক কামরান নাহিদ প্রমূখ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৭জন মহিলা অংশ নিচ্ছে।